| ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ডেথ ওভারে মুস্তাফিজকে সরিয়ে তার ক্যারিয়ারের পুনরুদ্ধারই যেন করলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ১০:৪৩:২৪
ডেথ ওভারে মুস্তাফিজকে সরিয়ে তার ক্যারিয়ারের পুনরুদ্ধারই যেন করলেন সাকিব

তবে বিগত এক বছরে নিজের নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছিলেন না কাটার মাস্টার ফিজ। আগের সেই কার্যকরিতা অনেকটাই কমে গিয়েছিল, ম্যাচের পর ম্যাচ খরুচে বোলিং করছিলেন। পরিস্থিতি একসময় এমন দাঁড়ায় একাদশে সুযোগ পাবেন কিনা এটি নিয়েই শঙ্কায় পড়ে যান মুস্তাফিজ।

তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু হতেই অন্য এক মুস্তাফিজকে দেখা যাচ্ছে। আগের সেই ধারালো কাটার গুলো, গতি বৈচিত্র্য, গতিময় বাউন্সারের পাশাপাশি স্লোওয়ার বাউন্সার সবই প্রয়োগ করছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের চার ওভারের কোটায় ২৫ রান খরচ করেছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার দুশো উর্ধ্ব ইনিংসের মাঝখানে প্রায় ছয় ইকোনমি রেটের এই বোলিং নিঃসন্দেহে অসাধারণ।

জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচেও চার ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন ফিজ। তিন রানে জেতা ম্যাচে ফিজের এইরকম ইকনোমিকাল বোলিং টাইগারদের কতটা কাজে লেগেছে তা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই। মুস্তাফিজের ভালো করার পেছনে অন্যতম কারিগর অধিনায়ক সাকিব। বিশ্বকাপের ম্যাচগুলোতে মুস্তাফিজ কে ডেথ ওভারগুলোতে একটির বেশি ওভার করাননি সাকিব। ধারাবাহিকভাবে ইয়র্কার দিতে না পারায় ডেথ ওভারে মুস্তাফিজ অতটা কার্যকরী হবেন না এটাই স্বাভাবিক।

তবে তারপরও দলের সেরা বোলার হিসেবে ডেথ ওভারে তাকেই বোলিং করানো হতো। বিগত অধিনায়কগুলো মুস্তাফিজের এই দুর্বলতাকে তেমন গুরুত্ব দেয়নি। মূল কথা হলো, সবাই তো আর ডেথ ওভারে ভালো বোলিং করবে না। কিছু কিছু বোলারই রয়েছে তারা শুরু এবং মাঝের ওভার গুলোতে ভালো বোলিং করেন। মুস্তাফিজ হয়তো সেই ধাঁচের।

তবে অন্যান্য অধিনায়ক গুলো এসব আমলে না নিয়ে মুস্তাফিজকে টানা ব্যর্থতার পরও ডেথ ওভারে বোলিং করিয়ে গিয়েছে। ফলে অফ ফর্মে থাকা মুস্তাফিজ আরো অফ ফর্মে চলে যান। পেস বোলার হওয়ায় কমপক্ষে একটি ওভার হয়তো ডেথে করতেই হবে ফিজকে। তবে ডেথ ওভার গুলো থেকে ফিজকে যতটা দূরে রাখা যায় ততই শ্রেয়। একথাও নিঃসন্দেহে বুঝে গিয়েছেন সাকিব। এখন দেখার পালা নিজের পছন্দের ওভারগুলোতে বোলিং করে সেই আগের ফর্মে ফিরতে পারেন কিনা মুস্তাফিজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

৫৫ বলে ১২৫ রান করে সুখবর পেলেন লিটন

৫৫ বলে ১২৫ রান করে সুখবর পেলেন লিটন

লিটন দাসের জন্য গত কিছু সময় ছিল খুব একটা সুখকর। গত কয়েকটি ম্যাচে তার ব্যাটিং ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...