আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব কাপ আছে শংকাও
আচরণ বিশ্লেষণের ভিত্তিতে এমন যদি হয় যে কাউকে সন্দেহভাজন বলে মনে হলো, তাহলে নিরাপত্তা বিভাগকে জানানো পর্যন্তই তাঁদের কাজ। ডেকে জিজ্ঞাসাবাদ বা জেরা করার পরামর্শ দিয়ে আবার নজরদারিতে ব্যস্ত হয়ে পড়া এই পেশাজীবীরা বৃহস্পতিবার রাতের মেলবোর্নে অজস্র যাত্রীর শরীরে লেপ্টে থাকা ভাষাও অবলীলায় পড়তে পেরেছেন নিশ্চিতভাবেই। সেই ভাষার নাম? ক্রিকেট, ক্রিকেট এবং ক্রিকেট!
সেদিন রাতে দুনিয়ার নানা জায়গা থেকে ভারতীয় সমর্থকের ঢল এসে যেন মিশে গিয়েছিল ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের মোহনায়। তুলামেরিন আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘ভারত আর্মি’র সদস্য থেকে শুরু করে সাধারণ ভারতীয় নাগরিকদের ভিড়ে অনেকের পরিচয় লেখা ছিল তাঁদের শরীরেও। গায়ে যে চাপানো ছিল ভারতের নীলরঙা জার্সি! ইমিগ্রেশন কর্মীরাও তাঁদের স্বাগত জানাচ্ছিলেন ‘গুডলাক ইন্ডিয়া’ বলে। এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ২৩ অক্টোবরের সন্ধ্যায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ সামনে রেখে এমন উপচে পড়া ভিড় অবশ্য প্রত্যাশিতই ছিল। মাসখানেক আগে এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ‘সোল্ড আউট’ হয়ে যাওয়ার সগৌরব ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। পরে ছাড়া ‘স্ট্যান্ডিং’ টিকিটও ফুরিয়ে গেছে এক নিমেষে।
বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ নিঃসন্দেহে। তবে আজকের এসসিজিও (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) দর্শক আকৃষ্ট করায় পিছিয়ে নেই কোনো অংশে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত কুড়ি-বিশের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াইয়েরও কোনো টিকিট অবশিষ্ট নেই আর। তাসমান সাগরের এপার-ওপারের দুই দেশের ম্যাচের আগেই অবশ্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ উত্থান-পতনের সাক্ষীও হয়ে গেছে। এই সংস্করণের ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছে, প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর ক্রিকেট প্রশাসনে অযাচিত সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় গত বছরের বিশ্ব আসরে খেলতে না পারা জিম্বাবুয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে।
গতকাল পর্যন্ত যা যা হয়েছে, সবই ছিল প্রথম পর্বের আড়ালে হওয়া বাছাই পর্বের ম্যাচ। একেবারে তলানিতে পৌঁছে যাওয়া জিম্বাবুয়ে এর আগে খেলেছে ‘বাছাই পর্বেরও বাছাই পর্ব’। তাতে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম পর্বে খেলার টিকিট পাওয়া আফ্রিকার এই দলটি এবার ওপরে ওঠার সিঁড়ি ভেঙে এখন সেরা বারোতে। কিন্তু এই সুপার টুয়েলভ পর্ব শুরু না হওয়া পর্যন্ত তো আসল বিশ্বকাপের আমেজই ছড়ায় না। আজ বর্তমান চ্যাম্পিয়ন আর রানার্স-আপ দুই দলের লড়াই দিয়ে মূল পর্বের আমেজ আর উত্তাপ—দুটোই ছড়ানোর কথা। হ্যাঁ, কথাই। বিরূপ প্রকৃতি নিশ্চিত করে কিছু বলার উপায় রাখলে তো!অস্ট্রেলিয়ায় এবার আসল বিশ্বকাপ বরং শুরু হচ্ছে প্লাবিত হওয়ার ঝুঁকি নিয়ে। অতিবৃষ্টির কারণে মেলবোর্ন আর সিডনির আশপাশের কিছু জনপদ এরই মধ্যে প্লাবিত হয়েছে। সেই জায়গাগুলো ভয়ংকর বন্যায় ভাসিয়ে নিয়েও থামেনি বৃষ্টির তোড়। পরিস্থিতি এতটাই নাজুক যে কিছু জায়গায় জরুরি অবস্থাও জারি করতে হয়েছে অস্ট্রেলিয়া সরকারকে। কথায় আছে, লোকালয় পুড়লে দেবালয়ও সুরক্ষিত থাকে না। একই অবস্থা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। চোখরাঙানি আছে এই আসরের প্রথম দুটি মহা ম্যাচও ভেসে যাওয়ার। গত বিশ্বকাপ শেষ হয়েছিল যেখানে, আজ সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সেখান থেকেই আরেকটি বিশ্বকাপের মূল পর্বের শুরুতেও বৃষ্টির শঙ্কা। পূর্বাভাস ম্যাচের সময় বৃষ্টি হওয়ার। একই পূর্বাভাস মেলবোর্নে ২৩ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সময়ও। অবশ্য অন্তত ১০ ওভার খেলা না হলে টিকিটের পুরো টাকাই ফেরত পাবে দর্শকরা। কিন্তু বিশ্বের নানা জায়গা থেকে আসা ভারতীয় সমর্থকদের তো এর চেয়ে বহুগুণ খরচ এরই মধ্যে হয়ে গেছে!
অস্ট্রেলিয়ার বৃষ্টিতে আক্রান্তের তালিকায় অবশ্য ঢুকে পড়েছে বাংলাদেশের নামও। ব্রিসবেনে একটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ এবং একাধিক অনুশীলন সেশন খুইয়ে গতকাল দিনভর হোটেলবন্দি হয়ে থাকা দল নিজেদের আসল বিশ্বকাপ অভিযান শুরু করতে আজ দুপুরে আসছে হোবার্টে। রাতে অনুশীলন করার কথা থাকলেও টিম অপারেশন্স ম্যানেজার রাবীদ ইমামের চিন্তিত কণ্ঠই শোনা গেল ফোনের ওপার থেকে, ‘হোবার্টে তো বৃষ্টির পূর্বাভাস। ’ গত রাতে এই প্রতিবেদন লেখার সময় পূর্বাভাস সত্যি হওয়ার ঘোষণা দিয়ে কাঁদতে শুরু করেছে তাসমানিয়া রাজ্যের রাজধানীর আকাশও।
কিছু করারও নেই। প্রকৃতির ভাবগতি বুঝে আগাম ব্যবস্থা নেওয়ার ‘বিহেভিরিয়াল অ্যানালিস্ট’ তো আর নেই
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ সীমান্তে বিমান হা'ম'লা'য় নি'হ'ত ৪০
- কমে গেল বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট ; ৮ জানুয়ারি ২০২৫
- বাংলাদেশ সীমান্তে সং'ঘ'র্ষ: নি*হত ১৮ জন
- বিশাল বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট, দেখে নিন আজকের রেট
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- ৩ পয়সা বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল
- ব্রেকিং নিউজ : বাংলাদেশিদের জন্য ভিসা চালু