| ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

কেমন হবে বিশ্ব কাপে বাংলাদেশের সেরা একাদশ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২০ ১২:১৩:৩০
কেমন হবে বিশ্ব কাপে বাংলাদেশের সেরা একাদশ

দলকেই বন্দি করে রাখল ইনডোরে। দক্ষিণ আফ্রিকানদের তাতে খুব বেশি উদ্বেগ-দুর্ভাবনার কারণ নেই। তবে বাংলাদেশের অনেক পরিকল্পনাই ভেস্তে গেল ম্যাচ ভেসে যাওয়ায়।

এই ম্যাচে সম্ভাব্য দুটি বাস্তবতা ছিল বাংলাদেশের সামনে। গত এশিয়া কাপ থেকে যে পরীক্ষা-নীরিক্ষার পালা চলছে, সেটির শেষ পর্ব হতে পারত এই ম্যাচ। কিংবা পরীক্ষার পালা শেষে এই ম্যাচ দিয়েই দেখা যেতে পারত ‘ফলাফল।’ বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে দল, ব্যাটিং অর্ডার কেমন হবে, সেটির একটি সম্ভাব্য ছবি ফুটে উঠতে পারত এ দিন। কিন্তু বেরসিক বৃষ্টিতে মুছে গেল সব সম্ভাবনা।

বাংলাদেশ দলের দুই ভাগ এ দিন ছিল দুই জায়গায়। অগ্রবর্তী দলে লিটন, তাসকিন, সৌম্য, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজরা মাঠে চলে আসেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে। বাকিদের আসার কথা ছিল পরে। কিন্তু বৃষ্টির বেগ বাড়তে থাকায় ম্যাচের ভবিষ্যৎ বুঝতে পেরে তারা আর মাঠে আসেননি।

অস্ট্রেলিয়ার এই ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ইনডোর সুযোগ-সুবিধাকে রাখা হয় ক্রিকেট বিশ্বের সেরাগুলোর মধ্যে। সেখানে অনুশীলন যথেষ্টই ভালো হওয়ার কথা। তবে মাঠের ক্রিকেটের যে স্বাদ, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার যে সুযোগ, ইনডোরের অনুশীলন তো আর সেসবের সঙ্গে তুলনীয় হতে পারে না!

প্রস্তুতির শেষটা তাই আদর্শ হলো না বাংলাদেশের জন্য। খুব ভালো হয়নি প্রস্তুতি পর্বের আগের ধাপগুলোও। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে জিতলেও অনেক প্রশ্নের উত্তর তখনও ছিল অজানা। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চারটি ম্যাচ হারার পথেও মেলেনি ঘাটতিগুলোর সমাধান। অস্ট্রেলিয়ায় আসার পর প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পুরনো প্রশ্নগুলো আবার মাথাচাড়া দিয়েছে নতুনভাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ সুযোগটুকুও হাতছাড়া। মূল প্রশ্ন এখন, বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষেই টেকনিক্যাল কানসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের সম্ভাব্য একাদশ নিয়ে একটা স্বচ্ছতা ও স্পষ্টতা তারা পেয়েছেন। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে দেখে মনে হয়েছে, টিম ম্যানেজমেন্ট এখনও নিশ্চিত নন সম্ভাব্য সেরা কম্বিনেশন কিংবা সেরা একাদশ নিয়ে।

সত্যিই যদি বাংলাদেশের সেরা একাদশ নির্ধারিত হয়েই থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ না হওয়ায় বড় কোনো প্রভাব পড়বে না। তবে একাদশ নিয়ে এখনও সংশয় থাকলে নির্ভর করতে হবে পরবর্তী অনুশীলন সেশনগুলোর ওপর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এই অনুশীলন সেশনগুলোতেও তাদের নজর থাকবে যথেষ্টই।

“একটা ব্যাপার বলতে পারি, টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করার জন্য আরও চারটি প্র্যাকটিস সেশন আছে। সেই হিসেবে আমি মনে করি, এর আগেই দল প্রস্তুত হয়ে যাবে। আশা করি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকেই সেরাটা দিতে মাঠে নামবে।”

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবার অবস্থায়ও এখন পৌঁছায়নি দল। নিজেদের নিয়ে ভাবনাটাই আগে। সেই ভাবনা কিংবা দুর্ভাবনার শুরু একদম ব্যাটিং অর্ডারের শুরু থেকেই। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে চারটি উদ্বোধনী জুটি বাজিয়ে দেখেছে দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৯ টি-টোয়েন্টিতে ১২টি উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ, যে কোনো প্রেক্ষাপট ও বিবেচনায় এটি অবিশ্বাস্য।

তারপরও এমন অবস্থায় দল পৌঁছতে পারেনি, যেখানে কোনো একটি উদ্বোধনী জুটির ওপর তারা নির্ভর করতে পারে। এই ১৯ ম্যাচে সেরা উদ্বোধনী জুটি ছিল ৩৭ রানের। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে যে উদ্বোধনী জুটি গড়েছিলেন লিটন ও মুনিম শাহরিয়ার। সেখান থেকে মুনিম এখন দলেই নেই। দলে থাকার মতো পারফরম্যান্স তিনি করতে পারেনি।

লিটন দাস ছাড়া সেই পারফরম্যান্স নেই কারও। মজার ব্যাপার হলো, সবশেষ ৮ ম্যাচে সেই লিটন ওপেন করার সুযোগ পেয়েছেন স্রেফ ১ ম্যাচে। দলের ভেতর অস্থিরতা, ব্যাটিং অর্ডার নিয়ে অনিশ্চয়তা, এসবেরই প্রতিচ্ছবি ফুটে উঠছে এতে।

শুধু ওপেনিংয়েই নয়, অধিনায়ক সাকিব আল হাসানকে চার ও আফিফ হোসেনকে পাঁচ নম্বরে ধরে রাখলে তিনে কে ব্যাট করবেন, ছয়-সাতে কাদেরকে রাখা হবে, এসব নিয়েও ভাবনা-কৌতূহল-আগ্রহের অনেক কিছুই আছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হলে হয়তো বৃহস্পতিবার কোনো অনুশীলন সেশন থাকত না বাংলাদেশ দলের। ম্যাচ পণ্ড হওয়ার পর এখন এ দিন অনুশীলন রাখা হয়েছে দলের। অনুশীলন আছে শুক্রবারও। এরপর হোবার্টে গিয়ে একটি কিংবা দুটি অনুশীলন সেশনের পর শুরু বিশ্বকাপের মহারণ।

শ্রীরাম ও সাকিবরা কতটা স্বচ্ছতা পেলেন দলের ভারসাম্য নিয়ে, প্রমাণ মিলবে হয়তো সেদিনই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

তাসকিনের পর আইপিএলে ডাক পেলেন নাহিদ রানা

তাসকিনের পর আইপিএলে ডাক পেলেন নাহিদ রানা

বাংলাদেশের ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে, কারণ দুই প্রতিভাবান পেস বোলার তাসকিন আহমেদ ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...