গণমাধ্যম এড়িয়ে চলছে বাংলাদেশ দল
যদিও ব্রিসবেনে পরদিন দুপুরেই বাংলাদেশ দলের মনোভাবে এর কোনো প্রতিফলন নেই। গতকাল দলের অনুশীলন ছিল না কোনো, তবু বিশ্বকাপ কিংবা অন্য কোনো আসরে এমন দিনেও একজন না একজনকে সংবাদমাধ্যমের সামনে হাজির করে এসেছে তারা।
কিন্তু এদিন দলের দরজাই খুলল না। সোফিটেল ব্রিসবেন হোটেলে সংবাদকর্মীরা দীর্ঘ অপেক্ষার পর দলের কোনো সদস্যকেই পেলেন না। শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কথা বলতে রাজি হলেন, তবে একটি শর্তও জুড়ে দিলেন। নির্দিষ্ট একটি গণমাধ্যমের সাংবাদিক সেখানে থাকলে তিনি কথা বলবেনই না।
সেই শর্ত থেকে সরে এসে পরে কথা বললেন যদিও, তবে এই ঘটনায় বাংলাদেশ দল আর সংবাদমাধ্যমের মধ্যকার অদৃশ্য দেয়ালটাও ফুটে উঠল। তাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন বাংলাদেশ থেকে এরই মধ্যে বিশ্বকাপ কাভার করতে অস্ট্রেলিয়ায় যাওয়া সাংবাদিকরা। তাঁদের অন্যতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি বলছিলেন, ‘বিশ্বকাপের মতো আসরে দলের অনুশীলন না থাকলেও মিডিয়ার দাবি মেটাতে কথা বলার জন্য কাউকে না কাউকে পাওয়া যায়। কিন্তু আজ আমাদের রীতিমতো সংগ্রাম করে প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলতে হয়েছে। অনেক অপেক্ষা করে এবং অনেক দেন-দরবার করে তাঁকে পাওয়া গেছে।
কিন্তু এই দূরত্ব কেন? রনির মনে হচ্ছে, কারণ একটি নয়, একাধিক, ‘মিডিয়া থেকে একটু দূরে থাকা এবং নিজেদের একটু গুটিয়ে রাখার একটি ব্যাপার দেখছি। অবশ্যই বাংলাদেশ দলের বর্তমান অবস্থারও প্রভাব এখানে আছে। এমনিতে যখন দল খুব ভালো করতে থাকে এবং সুসময় থাকে, তখন অনেকেই কথা বলতে আগ্রহী হয়। তখন আসলে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু এই বিশ্বকাপে আসার পর থেকে মনে হচ্ছে বাংলাদেশ দল মিডিয়াকে এড়িয়েই চলছে। ’ সেই সঙ্গে তিনি আরো যোগ করলেন, ‘পারফরম্যান্স তো একটি কারণ অবশ্যই। তা ছাড়া মিডিয়ায় যেসব কথাবার্তা আসে, সেগুলোর প্রতিফলন তারা মাঠে ফেলতে পারছে না, সেটিও একটি ব্যাপার। নিজেদের ওপর চাপ নিয়ে নেওয়া হচ্ছে কি না, সেরকম একটি ব্যাপারও থাকতে পারে। ’বাংলাদেশ দলের একাধিক সদস্যের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে সংবাদমাধ্যমের দায়ও আবিষ্কার করেছেন আরিফুল, ‘এখন তো মিডিয়া বলতে অনেক রকম মিডিয়া। বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলও আছে। সেখানে অনেক কথাই ভুলভাবে ব্যাখ্যা করা হয় বলে মনে করে দল। যেকোনো কথা থেকেই বিতর্কের একটি উৎস খুঁজে ফেলা হয়, দল যেহেতু এখন ভালো করছে না, তাই বিতর্ক ছড়ানোর সুযোগও বেশি। সে কারণেই তাঁরা কথা বলতে চাচ্ছেন না। কয়েকজনের সঙ্গে কথা বলে সেরকমই বুঝেছি আমি। ’ দলকে আক্রমণের লক্ষ্যবস্তুও সংবাদমাধ্যমই বানায়, ‘দলের পক্ষ থেকে কয়েকজন বলছিলেন, এখানে একটা কথা হলে এখন বিভিন্ন জায়গায় খুব বাজে শিরোনাম করা হয়। এমন শিরোনাম দেওয়া হয়, যা থেকে ভুল বার্তা ছড়ায়। এসব দিয়ে গালিগালাজ খাওয়ানো হয়। দলটিকে চাপে ফেলা হয়। ’
যদিও অনেক মাধ্যমেই এখন তাঁদের বক্তব্যের ভিডিও দেওয়া হয়। যেখানে কথা বিকৃত করার সুযোগও নেই। যেমন—সাব্বির রহমান একটি ছক্কা মেরেই নাকি তিনি কী করতে পারেন বুঝিয়েছেন—এমন মন্তব্য করে কি সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলিংয়ের পথ জেমি সিডন্সই খুলে দেননি? সাব্বিরকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর তাঁকেই বলতে শোনা গেছে দলের স্বার্থে এটিই সেরা সিদ্ধান্ত। এখানে সংবাদমাধ্যমের দায় কোথায়, সে প্রশ্ন উঠতেই পারে। আবার সুসময়েও যে বাংলাদেশ দল সব সময়ই সংবাদমাধ্যমের সহযোগী হয়েছে, তা-ও নয়। কত দিবারাত্রির ম্যাচ জেতার পর দীর্ঘ অপেক্ষায় রেখে মধ্যরাত পেরিয়ে তবেই সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ দলের কেউ! সেই দলই এখন দুঃসময়ে মিডিয়া থেকে আড়াল খুঁজে নিচ্ছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ সীমান্তে বিমান হা'ম'লা'য় নি'হ'ত ৪০
- কমে গেল বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট ; ৮ জানুয়ারি ২০২৫
- বিশাল বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট, দেখে নিন আজকের রেট
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- ৩ পয়সা বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল
- ব্রেকিং নিউজ : বাংলাদেশিদের জন্য ভিসা চালু
- আজ ০৭/০১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- টানা দুই দিন কমে গেল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম