| ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নেইমারের বিচার শুরু, আছে বিশ্ব কাপ নিয়ে শংকা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৮ ০৯:৪০:৪৩
নেইমারের বিচার শুরু, আছে বিশ্ব কাপ নিয়ে শংকা

সোমবার সকালেই একটি প্রাইভেট ফ্লাইটে করে প্যারিস থেকে স্পেনে আসেন নেইমার। যদিও অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার বিষয়ে কোনো বাধ্য-বাধকতা ছিল না। আদালতে হাজির হওয়ার পর ২ ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি এবং এরপর সেখান থেকে ছুটি নিয়ে বের হয়ে যান। শুক্রবার তার পুনরায় সাক্ষ্য দেয়ার কথা রয়েছ।

শুধু নেইমারই নন, তার সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তার বাবা-মা ও দুই ক্লাবের (বার্সা-সান্তোস) প্রতিনিধি, বার্সার তৎকালীন দুই সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু এবং সান্দ্রো রোসেল, সান্তোসের তখনকার সভাপতি ওদিলিও রদ্রিগেজকেও।

সকাল ১০টায় বিচার কাজ শুরু হওয়ার পূর্বে নেইমার, তার পিতাকে কোর্ট প্রাঙ্গণে সান্দ্রো রোসেলের সাথে কথা বলতে ও হাসিঠাট্টা করতে দেখা যায়। তারা কালো স্যুট পরে কোর্টে হাজির হন। কোর্টের বেঞ্চে বসা নেইমারকে মাঝে মাঝে চিন্তিত হয়ে নিচের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়।

মামলাকারী ইনভেস্টমেন্ট কোম্পানি ডিআইএসের মূল অভিযোগ হলো, নেইমার যখন সান্তোসে ছিলেন তখন তার স্বত্বের ৪০ শতাংশের মালিক তারা। কিন্তু বার্সেলোনায় আসার সময় নেইমারের স্বত্বের মালিকানার সেই ৪০ ভাগের সঠিক অর্থ পায়নি ডিআইএস। কারণ, নেইমারের ট্রান্সফারের সঠিক অর্থমূল্য কখনোই প্রকাশ করা হয়নি।

কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের মূল সদস্য নেইমার। বিশ্বকাপের আগে এই ট্রায়াল এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। যদিও ২০১৭ সালে একবার তার আবেদন খারিজ করেন স্প্যানিশ হাইকোর্ট। এরপরই এই অভিযোগ সম্পর্কে ট্রায়াল আয়োজনের কথা ঘোষণা করেন আদালত।

নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে।

আর স্পেনের সরকার পক্ষের আইনজীবিরা চাচ্ছে, নেইমারের দুই বছরের জেল এবং সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর আর্থিক জরিমানা। সে সঙ্গে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের ৫ বছরের কারাদণ্ড এবং ১৪৯ মিলিয়ন ইউরো জরিমানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদকে এবার আইপিএলে খেলার জন্য প্রস্তাব দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় আইপিএল ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...