| ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এই বিশ্ব কাপে নজর থাকবে যাদের উপর

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৫:৩৭:৫০
এই বিশ্ব কাপে নজর থাকবে যাদের উপর

ট্রেন্ট বোল্ট

চোটের জন্য বিশ্বকাপে নেই জাসপ্রিত বুমরাহ। শাহীন শাহ আফ্রিদি সদ্যই চোট সারিয়ে ফিরেছেন, তিনি কতটা ছন্দে খেলতে পারবেন বলা কঠিন। পেসারদের মধ্যে আলোটা তাই থাকছে ট্রেন্ট বোল্টের ওপর। গত বিশ্বকাপে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ উইকেট পেয়েছিলেন ৩৩ বছর বয়সী বোল্ট।

এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য বোর্ডের চুক্তিতে থাকতে চাননি। তার পরও দলের অন্যতম সেরা পেসার হওয়ায় ডাক পেয়েছেন বিশ্বকাপের দলে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দুই দিকে বল সুইং করাতে পারা এই পেসার হয়ে উঠতে পারেন বিধ্বংসী। সর্বশেষ খেলা ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের পাঁচ ম্যাচের কোনোটিতে ২৫ রানের বেশি দেননি বোল্ট।

মোহাম্মদ রিজওয়ানগত বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৩২৬ রান মোহাম্মদ রিজওয়ানের। জিতেছিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। এ বছরও চেনা রূপে পাকিস্তানের এই ওপেনার। বিশ্বকাপ শুরুর আগে ১৮ ম্যাচে করেছেন ৮২১ রান, যা ২০২২ সালে সর্বোচ্চ।

গত বিশ্বকাপে একটা সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও ঝুঁকি নিয়ে খেলেছিলেন রিজওয়ান। সে সময় প্রাণ বাঁচাতে নিষিদ্ধ একটা ইনজেকশন দেওয়া হয়েছিল তাঁকে, তবে আইসিসির অনুমতি থাকায় বিতর্ক হয়নি এ নিয়ে। ছয় ম্যাচে সেবার তৃতীয় সর্বোচ্চ ২৮১ রান এসেছিল রিজওয়ানের ব্যাট থেকে। এ বছরের আগস্ট থেকে ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন রিজওয়ান, ফিফটি ছাড়ানো ইনিংস ৯টি। এমন পরিসংখ্যানই বলছে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বাজির ঘোড়া হয়ে উঠতে পারেন রিজওয়ান।

ডেভিড ওয়ার্নারনিজেকে হারিয়ে খুঁজছিলেন গত বিশ্বকাপের আগে। ব্যাটে এমনই মরচে পড়েছিল যে ডেভিড ওয়ার্নার জায়গা হারান আইপিএলের একাদশে। সেই ওয়ার্নারের বিধ্বংসী রূপটা দেখে বিশ্বকাপ। সমালোচকদের ভুল প্রমাণ করে তাঁর ব্যাটে চড়ে অস্ট্রেলিয়া জেতে এই ফরম্যাটের প্রথম বিশ্বকাপ শিরোপা।

সাত ম্যাচে তিন ফিফটিসহ ওয়ার্নার করেন ২৮৯ রান, যা দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট ছিল ১৪৬.৭০। ফাইনালেও খেলেন ৩০ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আরেকটি বিশ্বকাপের আগে ওয়ার্নার আছেন পুরনো ছন্দে। চলতি মাসে প্রথম চার টি-টোয়েন্টিতে ফিফটি দুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পরের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব আবারও। এবার ইংল্যান্ডের সঙ্গে খেলেন ৪৪ বলে ৭৩ রানের ইনিংস। বিশ্বকাপে এমন ওয়ার্নারকেই চায় অস্ট্রেলিয়া।

জস বাটলার

নেতৃত্ব, ব্যাটিং আর গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানো—তিনটিরই দারুণ সমন্বয় করে চলেছেন জস বাটলার। এ বছরের আইপিএলে রেকর্ড চার সেঞ্চুরিসহ করেছিলেন ৮৬৩ রান। ছন্দে ছিলেন গত বিশ্বকাপেও। ছয় ম্যাচে ১৫১.১২ স্ট্রাইক রেটে করেছিলেন চতুর্থ সর্বোচ্চ ২৬৯ রান। চোটের জন্য পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বাটলার। চোট কাটিয়ে ফিরেছেন চেনা ছন্দেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ৩২ বলে চার ছক্কায় খেলেন ৬৮ রানের ঝোড়ো ইনিংস। সর্বশেষ খেলা ম্যাচে ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও করেন ৪১ বলে ৬৫। বাটলার এমন ছন্দে থাকলে ২০১০ সালের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড।

সূর্যকুমার যাদব

আইপিএল খেলছিলেন ২০১৪ থেকে। সাত বছর পেরিয়ে যায় জাতীয় দলে ডাক পেতে! ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে জোফ্রা আরচারের প্রথম বলেই ছক্কা মারেন সূর্যকুমার যাদব। গত এক বছরে এই ব্যাটার হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য। এ বছর একটি সেঞ্চুরি ও ছয় ফিফটিসহ তাঁর রান দ্বিতীয় সর্বোচ্চ ৮০১। কিন্তু স্ট্রাইক রেটটা আকাশছোঁয়া, ১৮৪.৫৬। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে ৫৫ বলে ১৪ বাউন্ডারি ছয় ছক্কায় খেলেছিলেন ১১৭ রানের বিস্ফোরক ইনিংস। তবু ইংল্যান্ডের ২১৫ রানের জবাবে ভারত থামে ১৯৮-এ।

৩৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সূর্যকুমারের রান ১০৪৫। তাঁর স্ট্রাইক রেট চোখ কপালে তোলা ১৭৬.৮১!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মুশফিকের অবসরের পর যা বললেন বিসিবির সভাপতি

মুশফিকের অবসরের পর যা বললেন বিসিবির সভাপতি

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার পর, এখন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর ...

বাংলাদেশের কাছে ৪৮ লাখ টাকা পাবেন সাকিব

বাংলাদেশের কাছে ৪৮ লাখ টাকা পাবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক; গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ...

ফুটবল

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ...

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেইমারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেইমারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল ব্রাজিল

এক বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে মাঠে ফিরলেন সুপারস্টার ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলের কোচ ...