| ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ওয়ানডের অনন্য পাঁচে দুই ভারতীয়

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ২২:৫৭:৫০
ওয়ানডের অনন্য পাঁচে দুই ভারতীয়

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বেশ সমালোচিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। তবে সমালোচনা তিনি কখনোই যেন গায়ে মাখান না। তিনি বরং নিজের কাজের দিকেই দিতে চান সম্পূর্ণ মনোযোগ। তাইতো ওয়ানডে ক্রিকেটে ৫৮২২ রান।

এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৬.১৩। আর গড় ৪৫ এর বেশি- ৪৬.২০। এখনও ওয়ানডে ক্রিকেট অব্যাহত রেখেছেন ডি কক। নিশ্চয়ই এই পরিসংখ্যানের আরও বেশি উন্নতি দেখতে চাইবেন প্রোটিয়া এই উইকেট রক্ষক ব্যাটার।

শিখর ধাওয়ান (ভারত)বর্তমান সময়ে ভারত জাতীয় দলে একপ্রকার ব্রাত্যই বলা চলে শিখর ধাওয়ানকে। আগের মত তেমন আর গুরুত্বপূর্ণ সময়ে ডাক আসে না তাঁর। তবে এখনই নিজেকে গুটিয়ে নেননি ধাওয়ান। তিনি লড়াই করবার মানসিকতা নিজের মধ্যে ধারণ করেন।

আর তাতেই তিনি ৪৫.৫৫ গড়ে রান করেছেন ৬৬৫১ রান। বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটারের ওয়ানডে স্ট্রাইক রেট ৯১.৯২। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আরও কিছু সংখ্যা নিশ্চয়ই যোগ করতে পারবেন ধাওয়ান।

স্যার ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)এই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সাবেক খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। এটা বিশ্বাস করা হত যে তাঁর সময়ের প্রচণ্ড ভয়ংকর একজন ব্যাটার ছিলেন রিচার্ডস।

প্রায় ৯০.২০ স্ট্রাইক রেটে তিনি রান করে গিয়েছেন। তাঁর গড়টা ধাওয়ান ও ডি-ককের চাইতেও বেশি। তিনি প্রায় ৪৭ গড়ে রান করে গিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ার জুড়ে।

এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)‘মিস্টার থ্রি সিক্সটি’ ঠিক এই নামেই পরিচিত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। মাঠের এহেন কোন পজিশন নেই যেখান থেকে তিনি রান আদায় করতেন না। তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে তাঁর স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি।

ভিলিয়ার্স প্রায় ১০১.০৯ স্ট্রাইকরেট ব্যাটিং করেছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারে। তাছাড়া তাঁর নামের পাশে রয়েছে ৯৫৭৭। দুর্দান্ত ব্যাটার এবি ডি ভিলিয়ার্স প্রায় ৫৩.৫০ গড়ে রান করেছেন।

বিরাট কোহলি (ভারত)একটা সময় ভাবা হত শচীন টেন্ডুলকারের শতকের শতক রেকর্ড ভেঙে দিতে পারবেন কেবল একজন। তিনি বিরাট কোহলি। তবে সে আশাটা যেন ক্রমশ ক্ষীন হয়েছে। তবে তাই বলে নিশ্চয়ই বিরাটের শ্রেষ্ঠত্ব কমে যায় না কোন ভাবেই।

রানের বিচারে তিনি রয়েছেন সবার থেকে এগিয়ে। এখনও ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলে যাচ্ছেন বিরাট। তবে ওয়ানডেতে তাঁর বর্তমান রান ১২৩৪৪। তবে প্রশংসার দাবী রাখে তাঁর গড়, ৫৭.৬৮। এখানেও তিনি রয়েছেন শীর্ষে। ৯২.৮৩ স্ট্রাইক রেটে তিনি রান করেছেন ধারাবাহিকভাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

তাসকিনের পর আইপিএলে ডাক পেলেন নাহিদ রানা

তাসকিনের পর আইপিএলে ডাক পেলেন নাহিদ রানা

বাংলাদেশের ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে, কারণ দুই প্রতিভাবান পেস বোলার তাসকিন আহমেদ ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...