| ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সৌরভ গাঙ্গুলীর মতো সাকিবও একই কাজটা করতে পারতেন, কিন্তু করেননি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ২১:৫৮:৪১
সৌরভ গাঙ্গুলীর মতো সাকিবও একই কাজটা করতে পারতেন, কিন্তু করেননি

জান্নাতুল কাওসার মিষ্টির ওই পোস্টে মুশফিকুর রহিমের স্ত্রী মন্তব্য করেছেন, তাদের দলে হার্ড হিটার আছে; বলে বলে ছয় আর ছয়… মাহমুদুল্লাহ’র স্ত্রীর ওই পোস্টে রিয়াদ-এর পক্ষে-বিপক্ষে প্রচুর মন্তব্য ছিলো। কেউ কেউ মন্তব্য মন্তব্য করেছেন : অধিনায়ক সাকিব আল হাসান, সদ্য ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে মাহমুদুল্লাহকে অবশ্যই রাখতে পারতেন। আবার অনেকে বলেছেন, সাকিব আল হাসানের আসলে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা বোর্ডের।

প্রমাণ হিসেবে মন্তব্যকারীরা বিসিবি সভাপতির বক্তব্য তুলে ধরেন- আমরা যদি ওকে (মাহমুদউল্লাহ) দলে জায়গা না দিতে পারি, ওকে যদি অবসর নিতেই হয়, তাহলে তাকে ন্যূনতম সম্মানটা তো দেওয়া উচিত। মাঠ থেকে অবসরের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ দলে রিয়াদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। দলের হয়ে সে বহু ম্যাচ জিতিয়েছে।

রিয়াদের স্ত্রীর বক্তব্য অনুযায়ী, মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে যোগ্য ক্রিকেটার। তবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ফর্মে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে গড় মাত্র ১৬.৫৪, ব্যাটিং স্ট্রাইক রেট ১০২.৮২। এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, শুধু এক ম্যাচে স্ট্রাইক রেট ছিলো ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন : সাম্প্রতিক ফর্মহীনতা আর বয়স বিবেচনাতেই তাকে আসন্ন বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নিজেদের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। এজন্য এশিয়া কাপের আগে স্মরণকালের দ্রুততম সময়ে নিয়োগ দেয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে। বিশ্বকাপের দলে কারা থাকছেন, বা না থাকছেন, কাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা সাজানো হবে সেসবই ঠিক করেছেন এই শ্রীরাম।

এ ব্যাপারে শ্রীধরন শ্রীরাম বলেন, শুধু আসন্ন বিশ্বকাপ নয়, ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। পারফরমেন্স বা পরিসংখ্যান নয়। আমি গুরুত্ব দিয়েছি ম্যাচের মধ্যে ক্রিকেটারদের ইমপ্যাক্টকে। এ কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদের পরিবর্তে অগ্রাধিকার পেয়েছে ইয়াসির আলী রাব্বি।

একজন ক্রিকেটার মাহমুদুল্লাহ :

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। ২০০৯ সালের ৯ জুলাই আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে। সে ম্যাচে তিনি তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট লাভ করেন এবং বাংলাদেশকে জয় এনে দেন।

২০১৫ সালের ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তামিম ইকবালের সঙ্গে ১৩৯ রানে জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। পরবর্তীতে সাকিব, মুশফিকের অনন্য নৈপুণ্যে ওই খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। এর ফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়।

২০১৫ সালের ৯ মার্চে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন রিয়াদ। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন তিনি।

বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের যে-কোন উইকেটে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ১৪১ রানের সর্বোচ্চ জুটি গড়ার রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের। ২০১৫ সালে একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগতভাবে সর্বোচ্চ রান তোলে। পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে (৪/৫৩) বাংলাদেশ ১৫ রানের ব্যবধানে জয়ী হওয়াসহ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। ওই খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০১৫ সালের ১৩ মার্চ সেডন পার্কে গ্রুপ পর্বে দলের সবশেষ খেলায় নিউজিল্যান্ডের সাথে ১২৮ রান করে অপরাজিত থাকেন ও নিজস্ব দ্বিতীয় শতরান করেন। এ খেলায় তিনি বিশ্বকাপে ধারাবাহিকভাবে দুই খেলায় শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। যা এর আগে কোনো বাংলাদেশি খোলোয়াড় করতে পারেননি।

মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক :

২০০৭ সালের ১ সেপ্টেম্বর। কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের। এরপর দেখতে দেখতে কেটে গেছে ১৪টি বছর। এই ১৪ বছরে দলের অন্যতম ভরসা হওয়ার পাশাপাশি পেয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের গুরুভার। খেলেছেন ১০০ এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে আছে অপরাজিত ৬৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। বল হাতে ৬১ ইনিংসে শিকার করেছেন ৩১টি উইকেট। যেখানে রয়েছে তার ক্যারিয়ার সেরা ২৮ রানে তিন উইকেটের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন একমাত্র

মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। এর মধ্যে ১২টিতেই জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর জয়ের গড় ৫০ ভাগ।

সৌরভ গাঙ্গুলী যখন ভারত ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, তখন ফর্মে না থাকা সত্ত্বেও অভিজ্ঞ খেলোয়াড় অনিল কুম্বলেকে দলে রেখেছিলেন। অনিল কুম্বলেকে দলে রাখা প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন- ২০০৩ সালে ভারত অস্ট্রেলিয়া গিয়েছিল এবং সেখানে নির্বাচকরা স্পিনার হরভোজন শিং ও মুরলি কার্তিককে রাখতে বলেছিলেন। আমি চিন্তা করে দেখেছিলাম, অনিল কুম্বলে সে ট্যুরে যেতে না পারলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি নির্বাচকদের বলেছিলাম, অনিল কুম্বলেকে দলে রাখতেই হবে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। দলকে জেতানোর অভিজ্ঞতা তার আছে।

মানুষের জীবনের গ্রাফ সবসময় একরকম থাকে না। কখনো কখনো খারাপ হয়। এখন কুম্বলের খারাপ সময় যাচ্ছে। যেহেতু তার যোগ্যতা আছে, দলে রাখা হলে সে তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে। নির্বাচকরা কোনভাবেই তাকে নিতে চাইলেন না।

আমিও বললাম, যতক্ষণ তাকে দলে না নেওয়া হবে, আমি মিটিং ছেড়ে যাবো না। অনেক তর্কাতর্কির পর নির্বাচকরা আমাকে বলেন, আচ্ছা, অনিল কুম্বলেকে দলে নিলাম। কিন্তু ভারত যদি খারাপ খেলে, তাহলে কুম্বলের আগে তোমার চাকরি যাবে। মাত্র একটা সুযোগ দেওয়ার কারণে কুম্বলে সে বছর ছিলো বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারি; পেয়েছিল ৭৫ উইকেট।

এখন বাংলাদেশের মানুষের একটাই প্রশ্ন। আর তা হচ্ছে, পোস্টারবয় খ্যাত মাহমুদুল্লাহকে সৌরভ গাঙ্গুলীর মতো সাকিব আল হাসান কি দলে রাখতে পারতেন না? পারতেন না একটা সুযোগ দিতে? আর সেটা হয়তো ব্যাটে-বলে শতভাগ হয়ে বাংলাদেশকে বিজয়ী করে তুলতো?

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

অবশেষে সেই নি'ষি'দ্ধ হলেন সাকিব আল হাসান

অবশেষে সেই নি'ষি'দ্ধ হলেন সাকিব আল হাসান

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসছেন সাকিব আল হাসান। ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...