| ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

‘মাঠে কাউকে ভয় পাই না’ : অধিনায়ক

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৮:১০:৪০
‘মাঠে কাউকে ভয় পাই না’ : অধিনায়ক

কিন্তু শনিবার রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল র‌্যাঙ্কিংয়ের কাগজের হিসাবই করেছে। তারা মাঠে সমানে লড়েছে। নির্ভীক ফুটবল খেলে ঘরের মাঠে বাহরাইনকে গোলশূন্য রেখেছিলেন।

দেশের মানুষ যখন দ্রুত ঘুমিয়ে ছিল, তখন বাহরাইনের ইসার শেখ আলী বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে লাল ও সবুজ জার্সি পরা একদল তরুণ বাহরাইনের বিরুদ্ধে লড়াই করছিল। বাহরাইন তাদের জমিতে থামিয়ে তারা হোটেলে ফিরে আসেন। বলা যায় বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি অনন্য রাত।

দুর্দান্ত সূচনা এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে। বাকি তিন প্রতিপক্ষ ভুটান, কাতার ও নেপালের বিপক্ষে ভালো কিছু করতে পারলে চূড়ান্ত পর্বে ওঠার প্রত্যাশাও পূরণ হতে পারে যুব দলের। স্বাগতিকদের রুখে দিয়ে আত্মবিশ্বাসও এখন তুঙ্গে তানভীর হোসেনদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বাহরাইন থেকে জাগো নিউজকে জানিয়েছেন শনিবার রাতে তাদের যুদ্ধজয়ের (ড্রটা জয়ের সমানই) কাহিনী।

কীভাবে সম্ভব হলো বাহরাইনকে রুখে দেওয়া? তানভীরের জবাব, ‘আমরা কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি। সেখান থেকে যে রেজাল্ট নিয়ে ফিরেছি সেটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন আমরা মাঠে নামার আগেই হেরে যাই না, খেলা শুরুর আগেই মাথা নোয়াই না। প্রতিপক্ষ যেই হোক, মাঠে খেলি বুক চিতিয়ে। আগের বাংলাদেশের মধ্যে এখনকার বাংলাদেশের অনেক তফাৎ।’

প্রতিপক্ষ বাহরাইন। মাঠে নেমে কী মনে হয়েছিল? ‘আমাদের সবার প্রতিজ্ঞা ছিল, ভারতে যা করেছি এখানেও সেটা করতে হবে। আমরা কিছুতেই ওদের ছেড়ে দেবো না। নিজেদের শতভাগ উজার করে দেবো। আল্লার রহমতে আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছেড়েছি। এর চেয়ে ভালো আর কি হতে পারতো?’- বলছিলেন তানভীর হোসেন।

তানভীররা কখনোই হারের কথা মাথায় আনেননি, ‘ম্যাচ হেরে যাবো সেটা কখনও মাথায় আনিনি।’ বাংলাদেশ গোলের কয়েকটা সুযোগ পেয়েছিল। তাহলে কি জয়ের সম্ভাবনাও ছিল? ‘জিততে পারতাম কি না জানি না। তবে আমরা গোটা তিনেক ভালো সুযোগ পেয়েছিলাম। একটা ফ্রি কিক গোলের সম্ভাবনা তৈরি করেছিল। দুইবার গোলরক্ষককে একা পেয়েও মিস হয়েছে। এগুলোর একটা কাজে লাগলে তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো’- বাহরাইন থেকে বলছিলেন তানভীর।

একটা ভালো শুরু। এখন কী লক্ষ্য বাছাইপর্বে? অধিনায়ক তানভীর হোসেনের জবাব, ‘আমরা প্রথম ম্যাচে স্বাগতিকদের পেয়ে ভালো হয়েছে। আমরাও চেয়েছিলাম স্বাগতিকদের বিপক্ষে যদি ভালো একটা রেজাল্ট করতে পারি তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে, সেটাই হয়েছে। এখন আমাদের পরের ম্যাচ ভুটানের বিপক্ষে। ঐ ম্যাচেও ভালো ফলাফল করতে চাই।’

র‍্যাংকিংয়ে বাইরাইনের চেয়েও অনেক এগিয়ে কাতার। এখন কি মনে হয় কাতারের বিপক্ষেও ভালো ফলাফল পাওয়া সম্ভব? ‘আসলে এ মুহূর্তে আমার কাতারকে নিয়ে ভাবছি না। পরের ম্যাচ আমাদের ভুটানের বিপক্ষে। এখন ওই ম্যাচ নিয়ে যত ভাবনা ও পরিকল্পনা আমাদের। আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। মাঠে আমাদের প্রতিপক্ষ কে তা নিয়ে এখন আর ভাবি না। আমাদেরকে নিজেদের খেলাটা খেলতে হবে। কোন দলকে ভয় পেলে চলবে না, ভয় পাইও না’- বাকি ম্যাচগুলো নিয়ে বলছিলেন অধিনায়ক তানভীর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার; যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার; যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। এর পরপরই বিসিবির ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...