| ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’ : রুনি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ০৯:৫১:৪০
‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’ : রুনি

গত মৌসুম পর্যন্ত ভক্তদের হৃদয়ে ছিলেন এমবাপ্পে। তবে চলতি মৌসুমের শুরু থেকেই এমবাপ্পের প্রতি ফুটবল ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসা কমতে শুরু করেছে। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হাই-প্রোফাইল প্রত্যাখ্যানের পর প্যারিস সেন্ট জার্মেইতে থাকার মাধ্যমে একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন।

ফ্রেঞ্চ লিগ ১-এ তাদের শেষ দ্বিতীয় খেলায় ২৩ বছর বয়সী তারকা নিজেকে দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছিলেন। পার্টির সবাই যখন একসঙ্গে কথা বলছিলেন, এমবাপ্পে একাই ছিলেন। এছাড়া, আক্রমণের সময় পাস না পেয়ে প্রত্যাহার করে নেন এমবাপ্পে।

লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের কথা বলার বিষয়টি এর চেয়েও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। ওই ম্যাচে দুটি পেনাল্টি পায় পিএসজি। প্রথম শট নেওয়ার আগে মেসিকে কাঁধে চেপে ধরেন এমবাপ্পে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট এবং গোলও পেয়ে যান। তবে এমবাপের এমন আচরণ ভুলতে পারেনি কেউ।

এ বিষয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। মাত্র ২২-২৩ বছর বয়সে এমবাপে যে অহংকার দেখাচ্ছেন তা মোটেও সমীচীন নয় বলে মনে করেন রুনি। কেননা ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপের একটিও নেই।

দেদার স্পোর্টসে রুনি বলেছেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...