| ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

হতাশায় নিমজ্জিত ক্যারিবীয় ক্রিকেটাররা, কিছুই যেন বুঝে উঠতে পারছে না পুরাণের দল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১৩:৪২:০০
হতাশায় নিমজ্জিত ক্যারিবীয় ক্রিকেটাররা, কিছুই যেন বুঝে উঠতে পারছে না পুরাণের দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারের পর এভাবেই দলের হতাশা প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান।

ক্যারিবীয় দলের ভেতরকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা বিশৃঙ্খল ছিলাম। নিজেদের ভেতর যখন আমরা আলোচনা করি, একই ভুল নিয়ে বারবার কথা বলি। যখনই ক্রিকেট মাঠে আসি, তখনই মনে হয় নিজেদের হতাশ করছি। পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হইনি।’

কিংসটনে হওয়া সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করা কিউইরা ৫ উইকেটে ২১৫ রানের বড় স্কোর পায়। জবাবে স্বাগতিকরা ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাওয়া নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের এমন বাজে পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরানের কণ্ঠে হতাশা ঝরার পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের ইঙ্গিতও মিলেছে।

‘এই মুহূর্তে কোনোকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা যতো বেশি ক্রিকেট খেলব, আমাদের পারফরম্যান্স বাড়বে। বাস্তবতা মেনে নিতে হবে। লড়াই চালাতে হবে। আমরা একটি নতুন দল।’

‘আমরা প্রতিটা ম্যাচে এসে জিততে পারি না। কঠিন সময়ে আমাদের একটি দল হয়ে একসঙ্গে লেগে থাকতে হবে। আমরা প্রতি দুই দিন পরপর ক্রিকেট খেলছি। এটা ছেলেদের জন্য সহজ নয়।’

দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও ক্রিকেটারদের পক্ষেই নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিলেন পুরান।

‘ছেলেরা আসলে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এতে আমি আনন্দিত। ক্রিকেট মাঠে এসে প্রতিবার জেতা মোটেও সহজ নয়। বিশেষ করে যখন আপনার হাতে যখন পর্যাপ্ত খেলোয়াড় নেই। ১৫ জনের স্কোয়াডের ভেতর চারজনই ইনজুরিগ্রস্ত। তাই আমি ছেলেদের জন্য গর্বিত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...