| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নারী ফুটবলারকে বিশাল সুখবর দিলেন প্রধানমন্ত্রী

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১৫:৫৮:০১
নারী ফুটবলারকে বিশাল সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বসবাসের জন্য উপযুক্ত ঘর ছিল না আঁখির পরিবারের। সে লক্ষ্যে এই নারী ফুটবলারকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ শতক জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। বসতবাড়ির জমি পেয়ে উল্লসিত আঁখির পরিবার-আত্মীয়স্বজনেরা।

গত ৪ জুন দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আঁখির পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

এর আগেও আঁখির পরিবারকে বসত বাড়ি তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমি উপহার দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতার জন্য সে সময় দেওয়া ৩ শতক জমি পাননি এই নারী ফুটবলারের পরিবার।

তবে এবার আর সেই সমস্যার সম্মুখীন হবে না তার পরিবার, এমনটাই জানিয়েছেন সচিব কবির বিন আনোয়ার। এদিকে বর্তমানে জমিটি জলাশয়ের মধ্যে থাকলেও সরকারের পক্ষ থেকে এটা ব্যবহার উপযোগী করে তবেই আঁখির পরিবারকে দেওয়া হবে জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহম্মেদ।

আঁখির দলিল হস্তান্তরের দিনে সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘জাতীয় দলে আঁখির অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে তিন বছর আগে জমি দেয়া হয়েছিল। আঁখিকে যে জমি দেয়া হয়েছিল, তা নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি বাফুফের সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে জানিয়েছিল আঁখি।

মন্ত্রণালয় থেকে আমরা আঁখির পরিবারের জন্য উপযুক্ত জমি পেতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। অবশেষে আঁখির মা-বাবার কাছে আনুষ্ঠানিকভাবে বসতবাড়ির জমি হস্তান্তর করা হলো।’

এদিকে জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, ‘এই মুহূর্তে জমিটি জলাশয়ের মধ্যে আছে। জায়গাটিকে আঁখি ও তার পরিবারের ব্যবহারের জন্য উপযোগী করে দেয়া হবে। আঁখির পরিবার যেন আর্থিক ব্যয় ছাড়াই ব্যবহার উপযোগী হিসেবে জায়গাটি পায়, সেই লক্ষ্যে কাজ করছি।’

বসতভিটার জমি পেয়ে আঁখির বড় ভাই নাজমুল হোসেন বলেন, ‘মাত্র এক শতক জমির উপর দো-চালা একটি টিনের ঘর আমাদের। খুবই কষ্ট করে লেখাপড়া করেছে আঁখি। থাকার মাত্র একটি ঘর সেখানেই খুব কষ্ট করে মা বাবা থাকে। আমি থাকি এক চাচার ঘরে। আঁখি বাড়ি এলে মায়ের সঙ্গে খুব কষ্ট করে ঘুমায়। আঁখি শুধু আমার নয় পুরো সিরাজগঞ্জবাসীর গর্ব। তাই আঁখি বাড়ি পাওয়ায় আমি খুবই আনন্দিত।’

বাফুফে থেকে জমির কাগজ বুঝে পেয়ে আঁখির বাবা আক্তার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মেয়েকে যে উপহার দিয়েছেন, এটা দেখে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবেন। ভবিষ্যতে আমার মেয়ে আরও ভালো খেলার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার অনুপ্রেরণা যোগাবে। আমরা সবাই প্রাণভরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো। তিনি যেন দীর্ঘজীবি হোন।’

২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে খেলে প্রথম নজরে আসেন আঁখি। ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক আসে তার। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি খাতুন গোল্ডেন বুট জিতেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের চেয়ে এই ম্যাচে ...

কোচ সালাউদ্দিনের যে এক সিদ্ধান্তেই পাল্টে গেল টাইগাররা

কোচ সালাউদ্দিনের যে এক সিদ্ধান্তেই পাল্টে গেল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে টানা ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত বাংলাদেশ ক্রিকেট দল ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর নেইমার জুনিয়র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। একই ...