| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

স্ত্রী-সন্তানদের সামনেই মেসিকে অপমান, ফিরতে চান বার্সায়

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১২:১৯:০২
স্ত্রী-সন্তানদের সামনেই মেসিকে অপমান, ফিরতে চান বার্সায়

কিন্তু এই পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগেনি। বার্সার মত তো আর সব জায়গা এক নয়! লিওনেল মেসি মূদ্রার অপর পিঠ দেখলেন। পিএসজি সমর্থকরা পারফরম্যান্স করতে না পারলেই ধুয়ো ধ্বনি দিয়েছেন। এমনকি সম্প্রতি মেসি নিজে এক সাক্ষাৎকারে জানালেন, পিএসজি সমর্থকরা তার স্ত্রী-সন্তানের সামনে পর্যন্ত ধুয়ো ধ্বনি দিয়ে বিদ্রুপ করেছেন তাকে।

বার্সায় যাত্রা শুরু হয়েছিল ১১ বছর বয়সে। এই ক্লাবটি ছেড়ে গত বছরই প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। দীর্ঘদিনের সেই সম্পর্কের সাময়িক বিচ্ছেদ হয়েছে। সাময়িক, কারণ, এর আগে মেসি বলেছিলেন, তিনি কোনও একটা সময়ে বার্সায় ফিরতে চান।

ঘটনাচক্রে, গত ৯টা মাস যেভাবে কেটেছে, তাতে নতুন শহরে মন বসছে না তার। এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছেন মেসি, যা বার্সেলোনায় ২২ বছর থাকাকালীন সময়টাতে দেখেননি। সেটাই সবচেয়ে বেশি ব্যথিত করেছে আর্জেন্টাইন তারকাকে।

প্যারিসের মানুষের আচরণে সবচেয়ে ব্যথিত মেসি। পিএসজি সমর্থকরা দু’-একটি ম্যাচে খারাপ খেলার কারণে তাকে ব্যঙ্গ-বিদ্রুপ করতে ছাড়েননি। তাকে কটাক্ষ করেছেন। সে সব ঘটনা আবার স্টেডিয়ামে বসে দেখতে হয়েছে মেসির স্ত্রী-সন্তানদের।

অভিমানী মেসি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোনো দিন চাইনি যে, আমার স্ত্রী-সন্তানরা স্টেডিয়ামে বসে শুনতে পাক, আমাকে ব্যঙ্গ করা হচ্ছে। চাইনি আমার সন্তানদের এমন অভিজ্ঞতা হোক। বার্সেলোনায় থাকাকালীন কেউ কোনও দিন আমাকে লক্ষ্য করে এ ভাবে শিস দেয়নি। তাই প্যারিসের অভিজ্ঞতাটা আমার কাছে একেবারেই নতুন ছিল।’

যদিও পিএসজি সমর্থকদের রাগের কারণও বুঝতে পারছেন মেসি। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা এবং ‘কাপ দ্য ফ্রাঁন্স’ ছাড়া কিছুই জিততে পারেনি পিএসজি। বছরে প্রায় ২৪৫ কোটি টাকা দিয়ে গত মৌসুমের শুরুতে তার সঙ্গে সাক্ষর করেছিল প্যারিসের ক্লাবটি। একটাই লক্ষ্য ছিল, এখনও পর্যন্ত অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাবেন বার্সার সাবেক অধিনায়ক।

কিন্তু সে স্বপ্ন সফল হয়নি এবারও। শেষ ষোলোয় পৌঁছেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে ছিটকে যায় পিএসজি। নেইমারের পর মেসিও প্যারিসের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হওয়ায় সমর্থকরা ক্ষোভ চেপে রাখতে পারেননি। তবে মেসি বেশি ব্যথিত এটা দেখে যে, দিনের পর দিন শুধু তাকে এবং নেইমারকেই আক্রমণের শিকার হতে হচ্ছে। তিনি বলেছেন, ‘সমর্থকদের রাগ হওয়াটা স্বাভাবিক। ওদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু কেন আমাকে এবং নেইমারকেই শুধু আক্রমণের শিকার হতে হবে?’

সমর্থকদের মতো রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হার যে তাকেও কুরে-কুরে খাচ্ছে, সেটা মেসির কথায় স্পষ্ট হয়েছে। রিয়ালর কাছে হারের অভিজ্ঞতা সম্পর্কে মেসি বলেন, ‘রিয়ালের কাছে হার আমাদের মৃতপ্রায় করে দিয়েছিল। পুরো ড্রেসিংরুমের অবস্থাই ভয়ানক ছিল। আমরা মনেপ্রাণে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি।’ তবে মেসি আত্মবিশ্বাসী যে, পরের মৌসুমে পিএসজি’র হয়ে আরও ভাল খেলবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের চেয়ে এই ম্যাচে ...

অবশেষে দল পেলেন মুস্তাফিজ

অবশেষে দল পেলেন মুস্তাফিজ

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত জায়গা পেলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৪ আসরের ড্রাফটে। ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর নেইমার জুনিয়র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। একই ...