| ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গুজরাটের ০১ নাকি রাজস্থানের ০২

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১৬:১৮:০৭
গুজরাটের ০১ নাকি রাজস্থানের ০২

নিজেদের অভিষেক আসরেই শিরোপার জন্য লড়বে হার্দিক পান্ডিয়ার গুজরাট। অপরদিকে আইপিএলের অভিষেক আসরে শিরোপা জেতার পর দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ কাটাতে দ্বিতীয় আইপিএল শিরোপার জন্য লড়বে সাঞ্জু স্যামসনের রাজস্থান। ম্যাচটি আজ রাত ৮টা ৩০ মিনিটে আহমেদাবাদে শুরু হবে।

এবারের আসরে নিলাম শেষে কেই বা ভেবেছিল ফাইনালে উঠবে গুজরাট ও রাজস্থান। নিলাম শেষে যে দুই দলকে সবচেয়ে দুর্বল বলে ধরে নেওয়া হয়েছে, তারাই কিনা এবারের আসরে সবচেয়ে বেশি রাজত্ব দেখিয়েছে।

গুজরাট তো রাউন্ড রবিন লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে তালিকার শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাদের পরের নাম ছিল রাজস্থান। যারা গ্রুপ পর্বে জিতেছিল ১০টি ম্যাচ। সেই তালিকার ধারা অক্ষুণ্ণ রেখেই ফাইনালে জায়গা করে নিলো সেরা দুই দলই।

শিরোপার লড়াইয়ে নামার আগে অবশ্য বেশি আত্মবিশ্বাসী থাকবে হার্দিকের গুজরাট। চলতি আসরে এখন পর্যন্ত রাজস্থানের সঙ্গে দুই দেখায় জয় নিজেদের করে নিয়েছে হার্দিক-রশিদরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিকের অলরাউন্ডিং পারফরম্যান্সে (৮৭ রান এবং ১/১৮) ৩৭ রানের সহজ জয়ে দেখে দলটি। সর্বশেষ প্রথম কোয়ালিফায়ারে ডেভিড মিলারের তাণ্ডবে দ্বিতীয় জয় পায় গুজরাট।

তবে টি-টোয়েন্টি এমনই এক খেলা, যেখানে শেষ পর্যন্ত কাউকে ফেভারিট বলে ধরে নেওয়া যায় না। ফলে স্যামসনরা ছাড় দেবেন না এক বিন্দুও। বিশেষ করে দলে যখন আসরের সেরা ব্যাটসম্যান জস বাটলার রয়েছেন, তাও আগুণে ফর্মে। তখন প্রতিপক্ষ যেই হোক শেষ বলে কিছু ধরে নিতে পারবে না। এছাড়াও রাজস্থান অধিনায়ক স্যামসন, ওপেনার জাসওয়াল কিংবা শিমরান হেটমায়ার যে কেউ হয়ে উঠতে পারেন গুজরাটের জন্য আতঙ্কের নাম।

অবশ্য এসব নিয়ে গুজরাট খুব একটা বিচলিত হওয়ার সম্ভাবনা নেই। তাদের দলে রয়েছে টি-টোয়েন্টির অন্যতম সেরা তারকা রশিদ খান। যিনি একাই হয়ে উঠতে পারেন দুই দলের মধ্যে অন্যতম সেরা পার্থক্য। সর্বশেষ কোয়ালিফায়ার ম্যাচেও যার প্রমাণ দেখা গেছে। সেই ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন রশিদ। এছাড়াও রাজস্থানের সব তারকা বাটসম্যানের বিপক্ষেও রশিদের রেকর্ড এই আফগানির পক্ষেই কথা বলে। এবারের আসরেও নিয়েছেন ১৮ উইকেট।

এছাড়াও দলে মিলার ও হার্দিকের ব্যাটিং পারফরম্যান্সও কথা বলছে গুজরাটের পক্ষে। এবারের আসরে মিলারের রান ৪৪৯ এবং হার্দিকের সংগ্রহ ৪৫৩। এই দুই ব্যাটসম্যানই গুজরাটের মিডল অর্ডার সামলাচ্ছেন দারুণভাবে। অপরদিকে বোলারদের মধ্যে মোহাম্মদ শামি আছেন দারুণ ফর্মে। ইতোমধ্যে নিয়েছেন ১৯ উইকেট। যার ১১টি আবার পাওয়ারপ্লেতে।

ফলে শুরুতে বাটলারকে ফিরিয়ে দিতে পারলে এগিয়ে থাকবে গুজরাট। তবে এবারের প্লে অফে টানা দুই ম্যাচে ৮৯ ও অপরাজিত ১০৬ রান করা বাটলার নিশ্চয়ই সেই সুযোগ দিবেন না। এই ইংলিশ ব্যাটসম্যান এবারের আসরে রেকর্ড চার শতকে ৮২৪ রান করেছেন। আর ২৫ রান করলেই আইপিএলের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি।

দুই দলের সামনেই আহমেদাবাদের ৮০ হাজার দর্শকের সামনে শিরোপা উদযাপনের দারুণ দুই উপলক্ষ্য রয়েছে। গুজরাট চাইবে অভিষেক আসর শিরোপায় রাঙাতে। আর রাজস্থান তাদের কিংবদন্তি সদ্য প্রয়াত শেন ওয়ার্নকে উৎসর্গ করতে নিশ্চয়ই জিততে চাইবে শিরোপা। ২০০৮ সালে তাদের প্রথম শিরোপা যে এসেছিলে এই অজি কিংবদন্তির হাত ধরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণ ম্যাচ, দেখে নিন ফলাফল

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের চেয়ে এই ম্যাচে ...

ব্যাটিংয়ে বিশাল ঝড় ২৮১ রান: নতুন হার্ড হিটার ব্যাটার খুজে পেল বিসিবি

ব্যাটিংয়ে বিশাল ঝড় ২৮১ রান: নতুন হার্ড হিটার ব্যাটার খুজে পেল বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে উদীয়মান নক্ষত্র হয়ে উঠছেন ২০ বছর বয়সী জিসান আলম। ঘরোয়া ক্রিকেটে তার বিস্ফোরক ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর নেইমার জুনিয়র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। একই ...