আইপিএলের প্লে-অফে প্রথম নাম লেখালেন গুজরাট

ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট সংগ্রহ করে ১৪৪ রান। যা অনেক বেশি প্রমাণিত হয় লখনৌয়ের জন্য। রশিদ খান ও সাঁই কিশোরের ঘূর্ণিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে লোকেশ রাহুলের দল।
এবারের আইপিলের অন্যতম দল লখনৌয়ের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দীপক হুদা। এছাড়া আভেশ খান (১২) ও কুইন্টন ডি কক (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। পুরো ইনিংসে দেখা গেছে মাত্র সাতটি চার ও তিনটি ছয়ের মার।
বল হাতে জাদু দেখিয়েছেন রশিদ। মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইয়াশ দয়াল ও সাঁই কিশোরের শিকার ২ উইকেট। এ জয়ের সুবাদে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেছে গুজরাট। দুইয়ে থাকা লখনৌয়ের ঝুলিতে আছে ১৬ পয়েন্ট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার দল প্রথম ১০ ওভারে করতে পেরেছিল মাত্র ৫৯ রান। তবে খানিক ঘুরে দাঁড়িয়ে শেষ ১০ ওভারে যোগ করে আরও ৮৫ রান।
পাওয়ার প্লে'র মধ্যে ইনফর্ম ব্যাটার ঋদ্ধিমান সাহা (১১ বলে ৫) ও ম্যাথু ওয়েডের (৭ বলে ১০) উইকেট হারায় গুজরাট। অধিনায়ক হার্দিকও বেশি কিছু করতে পারেননি। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ১৩ বল থেকে মাত্র ১১ রান করেন তিনি।
তবে একপ্রান্ত ধরে রাখা ওপেনার শুভমান গিল এগিয়ে নিতে থাকেন দলকে। চতুর্থ উইকেটে ডেভিড মিলারের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। সংগ্রামী ব্যাটিংয়ে ২৪ বলে মাত্র ২৬ রান করে আউট হন মিলার। পরে অবিচ্ছিন্ন জুটিতে শেষ ৪ ওভারে ৪১ রান তোলে রাহুল তেয়াতিয়া ও গিল।
শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন গিল। যেখানে ছিল সাতটি চারের মার। একটি চারের সঙ্গে পুরো ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়ে ১৬ বলে ২২ রান করেন তেয়াতিয়া। পুরো ইনিংসে দেখা মাত্র ১৫ চার ও একটি ছক্কা।
লখনৌর বোলারদের মধ্যে আভেশ খান নিয়েছেন দুই উইকেট। এছাড়া জেসন হোল্ডার ও মহসিন খানের শিকার একটি করে উইকেট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষকে খুশি করে বিশ্ব রেকর্ড গড়লেন ২২ বছরের যুবতী
- ফাঁস হলো ষড়যন্ত্র, বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত
- গাজায় নিহত ইসরায়েলি ৪১২ সেনা নিহত
- ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া বৃদ্ধের আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- কেন বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা!
- বাংলাদেশে সব রেল প্রকল্প স্থগিত করলো ভারত, এর পেছনে কারণ কি
- ৫ বছর পর স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, জানালেন বিশেষজ্ঞরা
- কোন পরিমাণ টাকা থাকলে কোরবানি করা বাধ্যতামূলক
- বাংলাদেশকে সুখবর দিলো চীন
- ড. ইউনূসকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হিলারি ক্লিনটন
- আবারও ছুটি ও বেতন নিয়ে দারুণ সুখবর!
- ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরির মূল্যবান খনিজ আছে বাংলাদেশে
- জানা গেলো, কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা!
- ৪ ওভার বোলিং করে কত টাকা পুরস্কার পেলেন রিশাদ