| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চেন্নাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা ৩ ভাগ, দেখে নিন দিল্লী সহ বাকিদের অবস্থা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১৯:৪২:৫৬
চেন্নাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা ৩ ভাগ, দেখে নিন দিল্লী সহ বাকিদের অবস্থা

কিন্তু প্লে-অফে খেলার এখন সে সম্ভাবনা খুবই খুবই কম। চেন্নাই দলের বর্তমান অধিনায়কমহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা বেশ ভালোভাবেই জানান দিয়েছে চেন্নাই। ১১ ম্যাচ শেষে এখন চেন্নাইয়ের পয়েন্ট ৮। তাদের অবস্থান আট নম্বরে।

এখন প্রশ্ন হলো, এবারের আইপিএলে চেন্নাই কী আইপিএলের প্লে-অফ খেলতে পারবে? হিসাব-নিকাশ কী বলে? খেলতে পারলে, কিভাবে পারবে? আর না পারলে, সেটাই বা কেন? এমন হিসাব-নিকাশ নিয়েই বসেছে আইপিএল সংশ্লিষ্টরা।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একেবারে খাতা-কলমে হিসেব করে বের করেছে, চেন্নাইয়ের সম্ভাবনা কতটা। টইমস অব ইন্ডিয়ার হিসাব মতে, চেন্নাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা মাত্র ৩ ভাগ। কেকেআরের সম্ভাবনা নাই বললেই চলে।

আইপিএলের গ্রুপ পর্বের আর মাত্র ১৫টি ম্যাচ (রোববার পর্যন্ত হিসাবে) বাকি। ৯ মে পর্যন্ত আইপিএল প্লে-অফের মোট ৩২ হাজার ৭৬৮টি সম্ভাবনাময় হিসাব-নিকাশ বাকি রয়েছে প্লে-অফে কোন চারটি দল খেলবে তা নির্ধারণের।

রোববারের দুই ম্যাচের আগ পর্যন্ত সম্ভাব্য এই হিসাব ছিল ১ লাখ ৩১ হাজার ৭২টি। রোববার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস ম্যাচ জয়ের পর এই হিসাব-নিকাশের মাত্রাটা কমে আসে।

টাইমস অব ইন্ডিয়া আগামী ১৫ ম্যাচের চুলচেরা বিশ্লেষন করেছে। সে হিসেবে নির্ধারণ করেছে, প্লে অফে খেলার সম্ভাবনা কার কতটা?

রোহিত শর্মার দলের আইপিএলের প্লে-অফ খেলার কোনোই সম্ভাবনা নেই। ১০ ম্যাচে ২ জয়ের পর তাদের পয়েন্ট ৪। চেন্নাই সুপার কিংসের পয়েন্ট হলো ৮। প্লে-অফে ওঠার সম্ভাবনা তাদের ৩.৪ ভাগ। তারা সর্বোচ্চ পঞ্চম কিংবা ৬ষ্ঠ নম্বরেই থাকবে।

কলকাতা নাইটরাইডার্সের অবস্থানও খুব একটা ভালো না। রোববারের দুই ম্যাচের আগে তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল ২.৯ ভাগ। ওই দুই ম্যাচের পর কেকেআরের সম্ভাবনা নেমে গেছে ০.২ ভাগে।

পাঞ্জাব কিংসের শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে ২৫ ভাগ। শেষ চারে খেলার সম্ভাবনা থাকলে তারা তৃতীয় কিংবা যৌথভাবে দ্বিতীয়ও হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদ কয়েকটি হারের কারণে শেষ চারে খেলার সম্ভাবনা অনেকটাই কমিয়ে এনেছে। তবে সেরা চার দলের যে কোনো একটি স্থানে থাকার সম্ভাবনা তাদের ২১.২ ভাগ। রোববার তারা ব্যাঙ্গালুরুর কাছে হারের আগে এই সম্ভাবনা ছিল ৪২.৫ ভাগ।

চেন্নাইয়ের কাছে দিল্লির হারের কারণে যদিও সম্ভাবনাটা এখন ২৩ ভাগে উন্নীত হয়েছে। দিল্লি, সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংসের পয়েন্ট সমান ১০ করে। তিন দলই খেলেছে সমান ১১টি করে ম্যাচ। লিগ পর্বে বাকি রয়েছে আর মাত্র ৩টি করে ম্যাচ।

শেষ চারে যাওয়ার জন্য এই তিন ম্যাচের ওপরই নির্ভর করবে দিল্লি, হায়দরাবাদ এবং পাঞ্জাবের শেষ চারে যাওয়ার সম্ভাবনা কতটুকু। যদিও তাদের একে অপরের বিপক্ষেও ম্যাচ রয়েছে।

রোববার হায়দরাবাদকে হারানোর কারণে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শেষ চারে খেলার সম্ভাবনা ৬৩ ভাগ থেকে উন্নীত করেছে ৮৯.৬ ভাগে। অন্যদিকে সেরা চারে থাকা আরেক দল রাজস্থান রয়েলসের প্লে অফে খেলার সম্ভাবনা ঘুরছে ৯৩.৮ ভাগ থেকে ৯৫.৯ ভাগরে মধ্যে।

আর গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাবনা উঁকি মারছে প্রায় শতভাগ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট করে নিয়ে তারা রয়েছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে। মজার বিষয় হলো, এই দুই দলই এবারের আইপিএলে নতুন।

গুজরাট এবং লখনৌ যদি তাদের বাকি থাকা তিনটি ম্যাচে হেরেও যায়, তবুও তাদের শেষ চার থেকে আর কেউ নিচে নামাতে পারবে না, এটা নিশ্চিত।

গুজরাট, লখনৌ, রাজস্থান এবং ব্যাঙ্গালুরু- আপাতদৃষ্টিতে এই চার দলেরই প্লে-অফে খেলার সম্ভাবনা বেশি। তাদের সঙ্গে লড়াইয়ে রয়েছে দিল্লি, হায়দরাবাদ এবং পাঞ্জাব। নানা হিসাব-নিকাশ শেষে যদি এই তিন দলের কেউ উঠে আসতে পারে সেরা চারে। কিন্তু চেন্নাই, কেকেআর আর মুম্বাইয়ের পক্ষে প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের তৃতীয় দিনে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আবির্ভাব শুধু মাঠেই নয়, এর ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...