| ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইপিএলের ফাইনালে যেতে যত ম্যাচ জিততে হবে মুস্তাফিজদের দিল্লির

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৪ ২০:৫০:১১
আইপিএলের ফাইনালে যেতে যত ম্যাচ জিততে হবে মুস্তাফিজদের দিল্লির

এই আসরে প্লে অফে যেতে হলে বাকি সব ম্যাচে তাদের জয় পেতে হবে এমনটাই জানিয়েছেন এমন টাই দিল্লি দলের এই ওয়ার্নার। আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। এদিকে ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে ৪ নম্বরে রয়েছে হায়দরাবাদ। ব্যাটার ওয়ার্নার মনে করেন তাদের বিপক্ষে জিতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দিল্লির।

এ প্রসঙ্গে দিল্লির বাঁহাতি এই ব্যাটার বলেন, 'আমরা যেখানে রয়েছি সেখান থেকে সামনে এগোতে হলে আমাদের অবশ্যই বাকি সব ম্যাচ জিততে হবে। তবেই আমরা ফাইনালে পৌঁছতে পারব। প্রতিযোগিতা বেশ কঠিন। পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট আমাদের মতোই। তাই অন্য কিছু ভাবার সুযোগ নেই।'

বেশ কিছু ম্যাচে রান তাড়া করার লক্ষ্য নিয়ে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। তবে সেই পরিকল্পনা খুব একটা কাজে লাগাতে পারেনি দলটি। বাকি ম্যাচগুলোতে যেভাবেই হোক নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ওয়ার্নাররা।

এ প্রসঙ্গে সতীর্থদের বার্তা দিয়ে এই ওপেনার বলেছেন, 'ফলাফলগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন বড় রান তাড়া করতে ব্যর্থ হয়ে আমরা কিছু ম্যাচ হেরেছি। কাছাকাছি গিয়েও আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। এটা হতাশার। বাকি ম্যাচগুলোয় স্বাভাবিক খেলা খেলতে হবে। অনুশীলনে সঠিক প্রস্তুতি নিতে হবে। মাঠে প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য তৈরি হতে হবে।'

নিজেদের জয়ের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারও কামনা করছেন ওয়ার্নার। তিনি বলেছেন, 'হায়দরাবাদকে হারাতে পারলে আমরা একটু সুবিধাজনক জায়গায় থাকব। তা হলে আমরা প্রথম চারের মধ্যে যেতে পারি। একই সঙ্গে চাইব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়েকটা ম্যাচ হারুক। আমাদের একটু সুবিধা হবে। পয়েন্ট তালিকাটা একটু এলোমেলো দেখাচ্ছে। যদিও এটা প্রতিযোগিতার বাকি অংশকে বেশ জমজমাট রাখবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

বিশেষ কারনে এখনও শুরু হয়নি বাংলাদেশের খেলা

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের তৃতীয় দিনে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আবির্ভাব শুধু মাঠেই নয়, এর ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...