| ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজের ৩ উইকেট পতন দেখে হার্শা ভুগলে সবাইকে একটি কথা মনে করিয়ে দিলেন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১১:২৭:২৭
মুস্তাফিজের ৩ উইকেট পতন দেখে হার্শা ভুগলে সবাইকে একটি কথা মনে করিয়ে দিলেন

ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত কাল রাতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট। মুস্তাফিজুর রহমান এদিন বোলিং উদ্বোধন করেন। শুরুটা হয় অবশ্য ওয়াইড দিয়ে। এরপর লিগ্যাল ৬ ডেলিভারিতে খরচ করেন মাত্র ১ রান।

রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ জুটি বেঁধে বল করতেন চেতন সাকারিয়ার সাথে। সেই সাকারিয়া এদিন সুযোগ পান দিল্লীর একাদশে। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে দিল্লীকে উইকেটের খোঁজ পাইয়ে দেন এই তরুণ।

প্রথম উইকেট হারিয়ে কিছুটা নড়বড়ে হয়ে পড়ে কলকাতা। মুস্তাফিজ আবারও বল হাতে নেন ষষ্ঠ ওভারে। কোনো বাউন্ডারি হজম না করে সেই ওভারে ৫ রান খরচ করেন।

এরপর ‘কাটার মাস্টার’কে ডেথ ওভারের জন্য সঞ্চয় করে রাখেন পান্ট। এই ফাঁকে কূলদীপ যাদব একের পর এক আঘাত হানেন কলকাতার ব্যাটিং অর্ডারে। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৭ বলে গড়া তার ৪২ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

নারাইন-রাসেলরা ব্যর্থ হলেও আইয়ারের বিদায়ের পর দলের হাল ধরেন নিতিশ রানা। ১৮তম ওভারে ১০ রান দেওয়া মুস্তাফিজ শেষ ওভারে এসে সাজঘরে ফেরান নিতিশকে।

তার আগে ৩৪ বলের মোকাবেলায় ৫৭ রান করেন নিতিশ, হাঁকান তিনটি চার ও চারটি ছক্কা। সেই ওভারে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রান যুক্ত হয় কলকাতার বোর্ডে, বিনিময়ে মুস্তাফিজ তুলে নেন তিনটি উইকেট।

নিতিশকে ফেরানোর আগে মুস্তাফিজ আউট করেন রিঙ্কু সিংকে। পরের বলে রিভিউ নিলেও তা ফলপ্রসূ হয়নি। চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে ফেরান নিতিশ ও টিম সাউদিকে। টিম সাউদির বোল্ড আউট হওয়া দেখে ধারাভাষ্যকার হার্শা ভুগলে সবাইকে মনে করিয়ে দেন কেনো মুস্তাফিজকে শেষ ওভার দেওয়া হয়।

তিনি বলেন, “ওহ!! খুব সন্দুর বোলিং। এই জন্যই মুস্তাফিজ শেষের জন্য খুব ভালো। এই জন্য যে কেউ মুস্তাফিজকে দিয়ে শেষ ওভার করাতে চাইবে।”

শেষ বলে হ্যাটট্রিক করতে না পারলেও কোনো রান দেননি। দিল্লীর পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন কূলদীপ যাদব। মুস্তাফিজুর রহমান শিকার করেন তিনটি উইকেট।

মুস্তাফিজের ৩টি উইকেটের ভিডিওঃ

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

আজ (রোববার) টিভিতে যে সব খেলা দেখানো হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হলো চ্যাম্পিয়ন্স ...

ফিরছেন নাহিদ-রিয়াদ, কপাল পুড়ছে ফিজের! টিকে থাকার লড়াইয়ে যেমন হবে বাংলাদেশের একাদশ

ফিরছেন নাহিদ-রিয়াদ, কপাল পুড়ছে ফিজের! টিকে থাকার লড়াইয়ে যেমন হবে বাংলাদেশের একাদশ

নিজস্ব প্রতিবেদক; চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সামনে টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ...

ফুটবল

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের যুবারা নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ...

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

সাদিও মানে, যিনি লিভারপুলের সুপারস্টার ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন, বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলে চলেছেন। ...