| ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘ক্যারিয়ারের শেষ পর্যায়েও সেদিন তাকে বিধ্বংসী মনে হচ্ছিল’- শোয়েবের প্রশংসায় কোহলি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ২২:০৬:৫৭
‘ক্যারিয়ারের শেষ পর্যায়েও সেদিন তাকে বিধ্বংসী মনে হচ্ছিল’- শোয়েবের প্রশংসায় কোহলি

ঠিক তেমনই এক ভিন্ন প্রজন্মের আলোচনার অবতারণা ঘটালেন পাকিস্তানের গতির দানব শোয়েব আখতার ও কোহলির বিষয় নিয়ে। তিনি এখনও খেললে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এতো রান করতে পারতেন বলেই মন্তব্য করেছেন শোয়েব।

শোয়েব-কোহলির এ তুলনা ঠিক ভিন্ন প্রজন্ম বলা যায় না। কেননা এই দুই দেশের দুই তারকা একসঙ্গে বেশ কয়েক বছর খেলেছেন। কিন্তু একে অপরের মুখোমুখি হননি কখনও। ২০১০ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে শোয়েবের মুখোমুখি হতে পারতেন কোহলি।

কিন্তু সেদিন শোয়েব আক্রমণে আসার আগেই সাজঘরে ফিরে যান ভারতের অন্যতম সফল এ অধিনায়ক। পরে সেই ম্যাচ স্মৃতিচারণ করে শোয়েবের প্রতি নিজের শ্রদ্ধা ও একপ্রকার ভয়ের কথাও বলেছেন তিনি। যা উঠে আসে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে।

সেদিন কোহলি বলেছিলেন, ‘আমি কখনও শোয়েব আখতারকে দেখিনি। শ্রীলঙ্কায় একটি ম্যাচে তাকে কাছ থেকে দেখেছি। আমি আউট হয়ে যাওয়ায় তার বল খেলতে হয়নি। ক্যারিয়ারের শেষ পর্যায়েও সেদিন তাকে বিধ্বংসী মনে হচ্ছিল। আমার মনে হয় তার সেরা সময়ে ব্যাটাররা তার মুখোমুখি হতে চাইতো না।’

প্রায় পাঁচ বছর ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েবকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। তখন তিনি জানান, এখনও খেলে গেলে এতো এতো রান করতে পারতেন না কোহলি। তবে এরপরও যা রান করতেন সেগুলো হতো অমূল্য।

শোয়েব বলেছেন, ‘বিরাট কোহলি খুব ভালো মানুষ এবং অনেক বড় ক্রিকেটার। একজন বড় ক্রিকেটারের কাছেই আপনি এমন কথা আশা করবেন। আমি তাকে এজন্য অনেক ধন্যবাদ জানাই। তবে আমি যদি কোহলির বিপক্ষে খেলতাম, সে কখনও এতো রান করতে পারতো না।’

তিনি আরও যোগ করেন, ‘তবে সে যে রানগুলো করতো সেগুলো হতো অসাধারণ এবং কষ্টার্জিত রান। তার হয়তো ৫০ সেঞ্চুরিও হতো না। তবে ২০-২৫টিই হতো অমূল্য সেঞ্চুরি। আমি বিরাট কোহলিকে দেখে নিতাম নিশ্চিত।’

উল্লেখ্য, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৫৮ ম্যাচ খেলে ৭০ সেঞ্চুরি ও ১২২ হাফসেঞ্চুরিতে ২৩৬৫০ রান করেছেন কোহলি। বিশ্ব ক্রিকেটে সবমিলিয়ে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়া তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধুমাত্র শচিন টেন্ডুলকার (১০০) ও রিকি পন্টিংয়ের (৭১)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

আজ (রোববার) টিভিতে যে সব খেলা দেখানো হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হলো চ্যাম্পিয়ন্স ...

গণঅভ্যুত্থানের সময় হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ ঘোষণা দেন হাসিনা

গণঅভ্যুত্থানের সময় হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ ঘোষণা দেন হাসিনা

জস্ব প্রতিবেদক; হাসপাতাল পরিদর্শনে গিয়ে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা বন্ধ রাখতে এবং কাউকে ...

ফুটবল

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের যুবারা নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ...

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

সাদিও মানে, যিনি লিভারপুলের সুপারস্টার ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন, বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলে চলেছেন। ...