| ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

এবার মুশফিকের রিভার্স সুইপ নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ২১:১১:৪২
এবার মুশফিকের রিভার্স সুইপ নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

টেস্ট সিরিজে বাংলাদেশ দলের যে দুজনের ওপর ছিল বড় ভরসা, সেই দুই জন হল মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে তারাই করেছে চরম হতাশ। দুই ম্যাচে চার ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল, করেছেন মোটে ১৩ রান।

নির্ভরযোগ্য ব্যাটিং যখন দলের চাপের মুখে ভুল খেলা তখন বিষয়টা মেনে দেওয়া মতেও সহজ কিছু না। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫১ রান করলেও মুশফিকের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ব্যক্তিগত মাইলফলকে পৌঁছার পর হুট করেই রিভার্স সুইপ খেললেন এই ভরসাবান ব্যাটসম্যান। কিন্তু এই সটেি নিজের উইকেট বিলিয়ে আসেন দলের অভিজ্ঞতম ব্যাটার। তার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল, হয়তো টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ।

প্রথম বারের মত আস্তাভাজন মুশফিকের রিভার্স সুইপের সরাসরি সমালোচনা না করলেও, তৃতীয় দিনের খেলা শেষে দায়িত্বজ্ঞানহীন এই কাণ্ড মেনে নিতে পারেননি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকের মতো ব্যাটারের কাছ থেকে এমন কাজ পুরোপুরি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন সুজন।

তবে দলের অধিনায়ক মুমিনুল হক এ বিষয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলতেই রাজি নন। উল্টো গণমাধ্যমে মুশফিকের এমন চরম দায়িত্বজ্ঞানহীনের মতো কাজের সমালোচনা চলতে থাকায় সেটির বিরোধিতাই করেছেন মুমিনুল। দলের অভিজ্ঞ ব্যাটারের এই রিভার্স সুইপকে প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ টাইগার অধিনায়কের।

ম্যাচ ও সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে দলপতি মুমিনুল বলেছেন, ‘আমি আগেই বলেছি, এই শট খেলে উনি (মুশফিক) সফল। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা অনুরোধ মানলে বাংলাদেশ দলের জন্য ভালো।’

বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ‘সত্যি বলছি, আপনারা জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে থাকলে, উনাকে অনেক বেশি বলতে থাকলে উনার জন্য খারাপ, দলের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। উনি শটটা খেলেন। এই শট খেলেই সফল হন।’

মুশফিকের রিভার্স সুইপে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুমিনুল বলেন, ‘এই শট তো উনি খেলতেই পারেন। উনার গেম প্ল্যানে যদি থাকে এটা খেলবেই। এমন না যে এটা খেলে রান করেনি বা খুব অসফল। উনি এটা করে রান করে। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিৎ। আমি উনাকে সাপোর্ট করি এটা নিয়ে।’

তার শেষ কথা, ‘মুশফিক ভাইয়ের আউটটা আমার কাছে মনে হয়, আপনি দেখুন- উনার ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি; যেসব খেলাই হয়, উনি কিন্তু... আমি জানি না আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। আপনারা বলতেই পারেন। রিভার্স সুইপ তো ক্রিকেটেরই একটা শট। তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট তো না?’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ শ্রীলঙ্কার হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ শ্রীলঙ্কার হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায়। টুর্নামেন্টের আগে ...

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার; যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার; যা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। এর পরপরই বিসিবির ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...